কাবুগঞ্জ জনতা কলেজে বসন্তবরণ উৎসব

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ফাগুন শুধু রঙের উৎসব নয়, জীবনের নতুন সূচনা‌। এই ধারণাকে সামনে রেখেই কাবুগঞ্জ  জনতা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এবার প্রথমবারের মতো বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়।

কাবুগঞ্জ জনতা কলেজে বসন্তবরণ উৎসব

এদিন কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং প্রাক্তনীরা সবাই সম্মিলিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন করে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিষ পাল । তিনি আজকের দিনে দোল উৎসব পালনের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। পরবর্তীতে শুরু হয় ছাত্রছাত্রীদের মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শ্রদ্ধা দেবী, প্রীতি পান্ডে, সোমালি নাথ, সুহানী রায় বসন্তের নানা রঙের গানে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ড. মুন্নি দেব মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.সুদীপ্তা খেরসা, রাজনীতি বিভাগের অতিথি অধ্যাপিকা মধুমিতা শর্মা একক সংগীত এবং বাংলা বিভাগের অধ্যাপিকা ড. পিনাকি দাস একক নৃত্য পরিবেশন করেন।

কাবুগঞ্জ জনতা কলেজে বসন্তবরণ উৎসব
কাবুগঞ্জ জনতা কলেজে বসন্তবরণ উৎসব

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্ত রায়, কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. কৃপানারায়ণ রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা জনতা কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর অনুপ কুমার দে প্রমুখ। অনুষ্ঠান‌ সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপিকা ড. পিনাকি দাস এবং অতিথি অধ্যাপক ড. দ্বৈপায়ন দত্ত বিশ্বাস। ছাত্রছাত্রী শিক্ষক- অশিক্ষক কর্মচারী সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন জনতা কলেজ প্রাক্তনী সমিতির সহ প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Spread the News
error: Content is protected !!