কাবুগঞ্জে ফুটবল টুর্নামেন্ট স্থগিত
বরাক তরঙ্গ, ১ জুন : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি ও ফিউচার মাইন্ডস এনজিও আয়োজিত ফুটবল টুর্নামেন্ট স্থগিত। জুন মাসের ২ তারিখ থেকে পূর্ব নির্ধারিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী তথা প্রথম ম্যাচ কাবুগঞ্জ লক্ষীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হওয়ার কথা ছিল কিন্তু জেলায় ১৪৪ ধারা জারি সহ বন্যায় বিধ্বস্ত কাছাড়ের বহু মানুষের দুর্দশার কথা মাথায় রেখে আপাতত স্থগিত রাখা হয়েছে। শনিবার কাবুগঞ্জ লক্ষীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আয়োজক কমিটির সম্পাদক নজমুল হক লস্কর।
তিনি বলেন, জেলা শাসকের নির্দেশকে সম্মান জানিয়ে তাদের এই সিদ্ধান্ত। আগামী সপ্তাহ শেষে তারিখ নির্ধারণ করে সবাইকে জানানো হবে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবির হুসেন লস্কর, আলম হুসেন লস্কর, জাহারুল লস্কর, নজমুল ইসলাম লস্কর, দিবার হুসেন লস্কর প্রমুখ।