কবিগুরুর প্রয়াণ দিবস পালন বরাকবঙ্গের

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শিলচর বঙ্গভবন প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সেই সঙ্গে সমবেত কন্ঠে পরিবেশিত হয় রবীন্দ্র সঙ্গীত। বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির কার্যবাহী সদস্য সীমান্ত ভট্টাচার্য, জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর ও সম্পাদক উত্তম সাহা, আঞ্চলিক  সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ ও  সম্পাদক সুশান্ত কুমার সেন প্রমুখ বর্তমান বিশ্ব ও রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন। তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ ধরে বারবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়৷ প্রত্যেকে বর্তমান পরিস্থিতিতে তাদের উদ্বেগ প্রকাশ করেন। কবিগুরুর আদর্শকে স্মরণে রেখে আপামর জনসাধারণের উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করা হয়।

কবিগুরুর প্রয়াণ দিবস পালন বরাকবঙ্গের

অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তাপসী দত্ত, বাপি রায়, সুহান আহমেদ স্বপ্নিল৷ কবিতা পাঠে অংশগ্রহণ করেন রণধীর চক্রবর্তী, শিপ্রা দে, হাসনা আরা শেলী ও সুপ্রদীপ দত্তরায়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, জেলা সমিতির সহসম্পাদক শৈবাল গুপ্ত, আঞ্চলিক সমিতির সহ-সভাপতি অমিত চক্রবর্তী, সহসম্পাদক কৃষ্ণগোপাল হালদার,  ড. শুভদীপ রায় চৌধুরী, প্রবীর কুমার দাস, রঞ্জিত চৌধুরী প্রমুখ৷

Author

Spread the News