জ্যোতিপ্রসাদের জন্মদিন পালন শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ জুন : রূপকোওর জ্যোতিপ্রসাদ আগারওয়ালার ১২৩তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসও’র শ্রীভূমি জেলা কমিটি। মঙ্গলবার বিকেল ছয়টায় সংগঠনের জেলা কার্যালয়ে প্রথমে জ্যোতিপ্রসাদ আগারওয়ালার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এআইডিএসও’র অসম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক তথা এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য এবং এআইডিএসও’র শ্রীভূমি জেলা কমিটির সম্পাদিকা সঞ্চিতা শুক্ল, সুজিৎ কুমার পাল সহ উপস্থিত অন্যান্যরা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অরুণাংশু ভট্টাচার্য। তিনি বলেন, জ্যোতিপ্রসাদ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, অসমিয়া চলচ্চিত্র জগতেরজনক এবং এর চাইতেও যেটা ছিল গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তিনি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক আপসহীন সংগ্রামী নেতা। প্রাকস্বাধীনতাকালে তার লেখনীতে প্রকাশ হয়েছিল বিভাজনবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র সমালোচনা, তিনি সমালোচনা করেছেন অন্ধতা কূপমন্ডুকতা উগ্র সম্প্রদায়িকতার বিরুদ্ধে। এই বিষয়গুলোকে প্রতিহত করার সংগ্রামে জ্যোতিপ্রসাদের আহ্বান ছিল বলিষ্ঠ। তার শিল্প সাধনার মূল উৎস ছিল জনগণ। তিনি প্রাক স্বাধীনতা কালে দেশের বিভিন্ন প্রান্তে পরাধীনতার শৃংখল মুক্তির আকাঙ্ক্ষায় যে উত্তাল আন্দোলনের সূচনা হয়েছিল সেখানে আপসহীন যৌবনের দীপ্ত বলিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে ভারতের জনসাধারণ বিশেষ করে ছাত্র-যুব সমাজকে আত্ম বলিদানের অনুপ্রেরণা জুগিয়েছিলেন বারবার। সমাজ পরিবর্তনের পথে পৃথিবীকে সুন্দর করে তোলার প্রত্যয় নিয়ে জ্যোতিপ্রসাদের লেখায় ফুটে উঠেছিল শোষণমুক্ত ভারতবর্ষ গড়ে তোলার প্রবল আকাঙ্ক্ষা। কিন্তু স্বাধীন ভারতবর্ষে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক শিক্ষা তথা সংস্কৃত ইত্যাদি  সমস্যার মূলতঃ কোনও সমাধান হয়নি আজও।

জ্যোতিপ্রসাদের জন্মদিন পালন শ্রীভূমিতে

তিনি এও বলেন, জ্যোতিপ্রসাদের কাঙ্ক্ষিত সেই শিল্পীর ভারতবর্ষ আজও গড়ে ওঠেনি। পুঁজিবাদের অবক্ষয়ের সংস্কৃতির অবশ্যম্ভাবী করাল গ্রাসে  জনজীবন আজ এক অতল গহ্বরে পর্যবসিত হতে চলেছে। ছাত্র-যুব সমাজের নৈতিক মেরুদন্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে সমাজে বইয়ে দেওয়া হচ্ছে অপসংস্কৃতির স্রোত। অশ্লীল সাহিত্য, অশ্লীল সিনেমা, মদ,ড্রাগস আজ সামাজিক ব্যাধিতে পর্যবসিত হয়েছে। অন্যদিকে, ধর্ম-বর্ণ, জাত-পাত কে কেন্দ্র করে ভাতৃ-ঘাতী সংঘর্ষ ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে। নীতি-নৈতিকতার রুচি সংস্কৃতি মূল্যবোধ সবকিছু আজ প্রায় ধ্বংসের মুখে। গণতান্ত্রিক মূল্যবোধকে পায়ে মাড়িয়ে ফেলার চেষ্টা চলছে ক্রমাগত। চারিদিকে বিরাজ করছে আজ এক ঘন তমশাচ্ছন্ন পরিবেশ। অদম্য সৃষ্টি সুখে ভরপুর দেশের ছাত্র যুব সমাজের সামনে উন্নত আদর্শ, উন্নত জীবন বোধের অভাব পরিলক্ষিত হচ্ছে, ছাত্র যুব সমাজ আজ প্রায় দিশেহারা। তাই এই সমস্ত কিছুর বিরুদ্ধে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সুস্থ-সংস্কৃতিক বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যকে সামনে রেখে যদি আজকের ছাত্র যুব সমাজ এগিয়ে আসে এবং জ্যোতিপ্রসাদের স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে প্রতিনিয়ত নিজেদেরকে তৈরি করার সংগ্রামে নিয়োজিত রাখে তবেই জ্যোতিপ্রসাদের জন্ম দিবসটি পালন করার সার্থক রূপ পাবে।

সভার শুরুতে জ্যোতিপ্রসাদের জন্ম দিবস পালনের যথার্থতা নিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সংগঠনের শ্রীভূমি জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল।

Spread the News
error: Content is protected !!