আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার একমাস অতিক্রান্ত হলেও দোষীদের বিরুদ্ধে এখনও কোনধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সোমবার শিলচর মেডিক্যাল কলেজের জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন বিক্ষোভ ও ধরনা প্রদর্শন করল। 

আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

ধরনা চলাকালীন চিকিৎসকরা জানান, দিন-রাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নয়। দেশে সংঘটিত হওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ তাঁদের দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন। দেশের ন্যায় সংহিতা কি করছে এবং কোথায় আছে। আরজি কর কাণ্ডে কেন সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এসব প্রশ্ন উত্থাপন করে তীব্র ভাষায় ক্ষোভ ব্যক্ত করেন। শীঘ্রই বিচার প্রক্রিয়া শেষ করে কঠোর শাস্তির দাবি জানান।

আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের
আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

Author

Spread the News