আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার একমাস অতিক্রান্ত হলেও দোষীদের বিরুদ্ধে এখনও কোনধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সোমবার শিলচর মেডিক্যাল কলেজের জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন বিক্ষোভ ও ধরনা প্রদর্শন করল।
ধরনা চলাকালীন চিকিৎসকরা জানান, দিন-রাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নয়। দেশে সংঘটিত হওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ তাঁদের দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন। দেশের ন্যায় সংহিতা কি করছে এবং কোথায় আছে। আরজি কর কাণ্ডে কেন সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এসব প্রশ্ন উত্থাপন করে তীব্র ভাষায় ক্ষোভ ব্যক্ত করেন। শীঘ্রই বিচার প্রক্রিয়া শেষ করে কঠোর শাস্তির দাবি জানান।