আবগারিতে ৪ জুলাইর নির্দেশে যোগ দেওয়ার তারিখ ৩০ জুন!
বরাক তরঙ্গ, ৭ জুলাই : ৪ জুলাইয়ের নির্দেশ কার্যকরের তারিখ চার দিন আগে। অর্থাৎ, নির্দেশ যেখানে কার্যকর করার কথা পরে হওয়ার কথা, সেখানে এগিয়ে দেওয়া হল। রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকের নির্দেশে এরকম ত্রুটি ধরা পড়ল। অসম সরকারের আবগারি বিভাগের কমিশনার এক নির্দেশে ১১জন কনস্টেবলকে বদলি করা হয়েছে 8 জুলাই। কিন্তু আশ্চর্যজনকভাবে কমিশনারের ওই নির্দেশে (মেমো নং: ১-১০১/২০১২-১৩/২৪৮-A) কনস্টেবলদের নতুন স্থানে যোগ দিতে বলা হয়েছে ৩০ জুন অথবা এর আগে। নিয়মমাফিক এই নির্দেশের প্রতিলিপি বদলি হওয়া কনস্টেবল ও সংশ্লিষ্ট বিভাগীয় সুপারিন্টেনডেন্টদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ পেয়ে থতমত খেয়ে বসে থাকার কথা রাজ্যের বিভিন্ন স্থানে বদলি হওয়া কনস্টেবলদের।
অবশ্য এ ব্যাপারে তাঁদের বা বিভাগীয় কোনও আধিকারিকের মন্তব্য বা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। কিন্তু আবগারি বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের সর্বময় কর্তার নির্দেশে এমন ভুল নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক
