রেল শহর লামডিঙে দোকানপাট বন্ধ রেখে জুবিনের প্রতি শ্রদ্ধা
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুতে সমগ্র অসমে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার রেল শহর লামডিঙে দোকানপাট বন্ধ রাখা হয়। শোক স্তব্ধ শহর লামডিং। চেম্বার অব কমার্স এবং মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তে সবাই সমর্থন জানিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান।
জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে লামডিংয়ের স্কুল-কলেজও আজ বন্ধ রাখা হয়েছে। এই বন্ধের ফলে গোটা লামডিং প্রায় শোকাকুল হয়ে পড়ে।
উল্লেখ্য, শুক্রবার সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয় কিংবদন্তি গায়ক জুবিন গর্গের। মৃত্যুর খবর পৌঁছে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে আসে।