১৫ অক্টোবর শ্রীভূমিতে জুবিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : কিংবদন্তি গায়ক, সুরের জাদুকর জুবিন গর্গ— তাঁর অকাল প্রয়াণে এখনো স্তব্ধ সঙ্গীতপ্রেমীরা। তাঁর সুর, কণ্ঠ ও ভাবগভীর গানের প্রতিধ্বনি আজও মানুষকে নাড়া দেয়। সেই শিল্পীকে শ্রদ্ধা জানাতে শ্রীভূমি জেলায় আয়োজিত হচ্ছে এক বিশেষ অনুষ্ঠান।
সোমবার জেলা আবর্ত ভবনে এক সাংবাদিক সম্মেলনে শ্রীভূমির বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) জেলা সদরস্থ শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে জুবিন গর্গ স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
সাংবাদিক বৈঠকে প্রবীণ কংগ্রেস নেতা সতু রায় বলেন, জুবিন গর্গ শুধু আসামের নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তাঁর গান, তাঁর কণ্ঠ আমাদের জীবনের অংশ হয়ে আছে। তাঁকে স্মরণ করে আমরা তাঁর শিল্পচর্চার ধারাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, ১৫ অক্টোবর বিকেল ৬ টায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সকল শ্রেণির নাগরিক, শিল্পী, ছাত্রছাত্রী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহাদত আহমেদ চৌধুরী স্বাপন ও গৌতম চক্রবর্তী। শাহাদত আহমেদ চৌধুরী বলেন, এই অনুষ্ঠান আমাদের জন্য গর্বের। আমরা চাই জুবিন দা’র সঙ্গীতের উত্তরাধিকার যেন নতুন প্রজন্ম ধরে রাখে।তাই তিনি এদিন জেলার সকল স্থরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতি অনুষ্ঠানকে সফল করে তোলতে আহব্বণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের একাধিক সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জনপ্রিয় গান পরিবেশন করবেন। এছাড়া থাকবে জুবিন গর্গের জীবন ও শিল্পযাত্রা নিয়ে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন, তার প্রিয় গানগুলোর পুনঃনির্মাণ, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা এবং তাঁর স্মৃতিচারণা পর্ব, যেখানে অংশ নেবেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।