সোনাপুরে জুবিনের শেষকৃত্য ২৩ শে
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : জুবিন গর্গকে কোথায় সমাধিস্থ করা হবে এবং তাঁর শেষকৃত্য কবে সম্পন্ন হবে, রবিবার সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়া। যেহেতু বহু মানুষ জুবিন গর্গকে শেষবারের মতো দেখতে চান, তাই আগামীকালও তাঁকে সরুসজাইতে রাখা হবে। রাজ্যজুড়ে শোকপালনের মেয়াদ ২৩ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি অনুষ্ঠানগুলোর তারিখও পরিবর্তিত হবে। জুবিন গর্গের শেষকৃত্যের জন্য রাজ্য সরকার দু’টি জায়গা নির্বাচন করেছে। তাঁর পরিবার চায়, জুবিন গর্গকে যেন গুয়াহাটির আশপাশেই সমাধিস্থ করা হয়। এ দিকে, জুবিন গর্গকে সোনাপুরেই শেষ শয়ানে রাখা হবে। তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গর্গের ইচ্ছামতো এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোনাপুরের কোমারকুচিতে জাতীয় সড়কের প্রথম প্লটে ১০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানেই নির্মাণ করা হবে সমাধিক্ষেত্র। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী ডাঃ রণোজ পেগু।
এ দিকে, সোনাপুরে জুবিন গর্গের সমাধিক্ষেত্রের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এটি উত্তর-পূর্ব জনজাতীয় সংগ্রহালয়ের কাছে অবস্থিত। পরিবারের ইচ্ছা ছিল, জুবিনের সমাধিস্থল যেন গুয়াহাটির কাছাকাছি হয়। এ দিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুর থেকে পাওয়া মৃত্যুর শংসাপত্র অনুযায়ী জুবিন গর্গের মৃত্যু জলে ডুবে যাওয়ার ফলেই হয়েছে। তবে এটি ময়নাতদন্তের রিপোর্ট নয় বলেও মন্তব্য করেছেন শর্মা। এর পর থেকেই জুবিন গর্গের মৃত্যু রহস্যজনক হয়ে উঠেছে।