জুবিনের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ উচ্চ পৰ্যায়ের তদন্তের দাবি

জুবিনের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ উচ্চ পৰ্যায়ের তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : জনদরদী, বহুমুখী প্ৰতিভাসম্পন্ন সৰ্বভারতীয় খ্যাতনামা শিল্পী প্ৰয়াত জুবিন গৰ্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ উচ্চ পৰ্যায়ের তদন্তের দাবি করল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্রেস বার্তায় এ দাবি জানিয়ে বলেন, অসমের জনসাধারণ সহ বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিগণ এবং দল- সংগঠনগুলো জুবিন গৰ্গের মৃত্যুর দ্ৰুত তদন্ত চাইছে। তাঁর পরিবারের পক্ষ থেকেও মামলা দায়ের করে অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শাস্তি চাওয়া হয়েছে। কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে মুখ্যমন্ত্ৰী জুবিন গৰ্গের হত্যা করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করার পরও মূল অভিযুক্তদের পুলিশ গ্ৰেফতার করেনি। এই পরিস্থিতিতে মূল অভিযুক্তদের অবিলম্বে গ্ৰেফতার করে দোষীদের শাস্তি সুনিশ্চিত করার দাবি দলের পক্ষ থেকে জোরালো ভাবে উত্থাপন করা হয়।

জুবিনের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ উচ্চ পৰ্যায়ের তদন্তের দাবি

তিনি এও বলেন, এই পরিস্থিতিতে তদন্ত প্ৰক্ৰিয়ার সিদ্ধান্ত সহ গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্তগুলো একপক্ষীয়ভাবে গ্ৰহণ না করে সমস্ত দল- সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা মৰ্মে নিৰ্ধারণ সহ গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্তগুলো গ্ৰহণের দাবি জানানো হয়।

তাছাড়া জনসাধারণের দুখ- বেদনা উপলব্ধি করে দমনমূলক নীতি গ্ৰহণ থেকে বিরত থাকতে সরকারের কাছে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়

Spread the News
error: Content is protected !!