রাতেই দিল্লিতে পৌঁছে জুবিনের দেহ

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে জুবিন গর্গের দেহ। দিল্লি বিমানবন্দর থেকে সরাসরি বরঝাড় বিমানবন্দরে আনা হবে জুবিন গার্গকে। দিল্লিতে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লিতে আনা হয়েছিল কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের নশ্বর দেহ।  আগামীকাল বেলা দুটো বা আড়াইটার মধ্যে মাতৃভূমিতে উপস্থিত হবেন  কিংবদন্তি জুবিন গডর্গ।

বরঝার বিমানবন্দর থেকে সরাসরি কাহিলিপাড়ায় জুবিনের বাসভবনে আনা হবে প্রিয় এই শিল্পীকে। কাহিলিপাড়ার বাসভবনে এক ঘণ্টা রাখা হবে জুবিন গর্গকে।

Spread the News
error: Content is protected !!