জুবিনকে আপনারা তাকে বাঁচিয়ে রাখবেন : স্ত্রী গরিমা
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : জুবিন দা আর আমাদের মাঝে নেই। কথাটা মানতে কষ্ট হচ্ছে। ভাষায় বোঝানো যায় না এই অনুভূতি। জুবিন দার শেষযাত্রায় মানুষের ঢল নামে গোটা গুয়াহাটিতে। বরঝাড় বিমানবন্দর থেকে জুবিন দাকে সঙ্গে নিয়ে এসেছিল লাখো অনুরাগী। মনে হচ্ছিল, প্রিয় শিল্পীকে কেউই যেন ছেড়ে দিতে চাইছে না। সরুসজাইতে অনুরাগীদের উদ্দেশ্যে জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ এভাবেই বললেন।
“আপনাদের সবার প্রতি আমি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ জুবিন থাকলে এভাবে এত ভালোবাসা আর আশীর্বাদ দেখে, এত আদর দেখে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করত। কিন্তু এখন সে আর শব্দ দিয়ে কিছু বলতে পারছে না। তাই তার হয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।”
“তার শেষযাত্রায় আবারও ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে অসমের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসে একত্র হয়েছেন। জীবিত অবস্থায় যতটা পাওনা ছিল, তার চেয়ে অনেক বেশি পেয়েছে সে। তাই ৩০ বছরে, যে কাজ মানুষ ১০০ বছরে করতে পারে না, তার চেয়েও অনেক বেশি কাজ সে করতে পেরেছে, এতটাই সফল হয়েছে।”
“এখন জুবিনের সমস্ত সৃষ্টি আপনাদের মাঝেই থাকবে। আপনারা তাকে বাঁচিয়ে রাখবেন, আমি জানি। সেই বিশ্বাস আছে। তাই জুবিন সবসময় চেয়েছে সবাই একসঙ্গে থাকুক। সবসময় শান্তিতে, সবসময় স্থিরতায়, সবসময় শৃঙ্খলাবদ্ধভাবে সংস্কৃতির পথ উন্মুক্ত হোক—সেই চাওয়া ছিল তার।”
“যতই সাম্প্রদায়িক আলাপ চলুক না কেন, আজ আমি দেখেছি সব জাতি-জনগোষ্ঠী একত্র হয়ে যেভাবে ভালোবাসা আর সম্মান জানিয়েছে, জানি না অসমে আবার কবে এমন পরিবেশ দেখতে পাব। যত ভালোবাসা আপনারা দিয়েছেন, তাতে জুবিন যথেষ্ট কৃতজ্ঞতা ও তৃপ্তি নিয়েই আমাদের মাঝ থেকে শারীরিকভাবে বিদায় নেবে।”
“কিন্তু সে সবসময় আমাদের সঙ্গে আছে, কারণ সে সবসময় অসমকে ভালোবাসে, আপনাদের ভালোবাসে। আমাদের মাঝেই জুবিন চিরকাল থাকবে। জুবিনকে এভাবেই আপনারা ভালোবাসায় বাঁচিয়ে রাখবেন। নতুন প্রজন্মের মাঝেও জুবিন চিরকাল থাকতে চাইবে। তাই এখন থেকে জুবিন আপনাদের হাতেই রইল।”