জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত বরাকবাসীও

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : তরুন প্রজন্মের হৃদয় সম্রাট অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত বরাকবাসীও। শুক্রবার জুবিন গর্গের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে হাইলাকান্দির সর্বস্তরের নাগরিকের মধ্যে শোকের ছায়া নেমে আসে।সামাজিক মাধ্যমে প্রত্যেকেই নিজেদের মতো করে শ্রদ্ধা জানান। তারপর সন্ধ্যায় একাংশ যুবক-যুবতী নাম ঘরে উপস্থিত হন। সেখান থেকে একটি মোমবাতি মিছিল শহর পরিক্রমা করে। এতে অসমিয়া, বাঙালি ভাষাভাষী জনগণ সামিল হন। পাশাপাশি জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে জাতীয় শহিদ স্মারক স্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করলে জুবিন গর্গের প্রতীকৃতির সম্মুখেসংস্কৃতি প্রেমীরা মোমবাতি জ্বালান এবং পুষ্পার্ঘ্য  নিবেদন করেন।

জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত বরাকবাসীও

এ দিকে,  মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকায়।
খবর পাওয়ার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। শুক্রবার শিলচর শহরের গোলদিঘি মলের সামনে মোমবাতি জ্বালিয়ে শিল্পীরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করেন।

Spread the News
error: Content is protected !!