শিলচর চামড়াগুদামে জুবিন গর্গ ফ্যান্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গর্গকে স্মরণ করলেন শিলচর চামড়াগুদাম জুবিন গর্গ ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। সোমবার এক গম্ভীর ও আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিংবদন্তি জুবিন গর্গকে স্মরণ করেন তারা। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কর্মকর্তারা জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে স্মৃতিচারণ সহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কর্মকর্তারা। তাঁরা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জুবিন গর্গ সবাইকে ভালোবাসতেন। তাঁর মৃত্যু অসমের জন্য অপূরণীয় বলে উল্লেখ করেন তাঁরা। আগামীতে শিলচরে একটি জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

অনুষ্ঠানে রাজু মজুমদার, গৌতম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্বজিৎ আচার্য, রানু দত্ত, রাজু চৌধুরী, মান্না রায়, জাহাঙ্গীর হোসেন লস্কর, রাজু লস্কর, রফিক চৌধুরী, রাজীব মজুমদার, মিটু লস্কর,  আজমল লস্কর, রাজু লস্কর, আবুল লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!