জুবিন গার্গকে স্মরণ দ্য ডিভাইন ইংলিশ স্কুলে

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে সোনাইয়ের দ্য ডিভাইন ইংলিশ স্কুলে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহন সিংহ। মণিপুরি সাহিত্য পরিষদ, আসাম-এর সেন্ট্রাল সোনাই শাখার উদ্যোগে এই শোকসভাটি আয়োজিত হয়।

সভায় উপদেষ্টা মোহন সিংহ, জুবিন গার্গের জীবন ও কর্ম সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন। সকল উপস্থিতি দুই মিনিট নীরবতা পালন করে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন শরৎ সিংহ (অ্যাডভোকেট), মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি শ্যামকিশোর সিং, সম্পাদক বিক্রম সিং, সহ-সভাপতি মলয়া সিং ও রাজেন্দ্র সিং সহ সদস্যবৃন্দ—বুদ্ধচন্দ্র সিং ও শ্যামকুমার সিং।

এছাড়া সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত চাইকুই সিং মণিপুরি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক এন ধীরেন কুমার সিং প্রয়াত শিল্পীর জীবন কাহিনি বিশদভাবে তুলে ধরেন। এই আয়োজনে শিক্ষক-শিক্ষিকা মনিকা সিং, রনিতা দেবী ও সেলিম উদ্দিন লস্করও উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!