হাফলঙের সাবরিনাকে জুবিন গর্গ মেমোরিয়াল স্বর্ণপদক প্রদান ইউএসটিএমের

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : হাফলং কলেজ রোডের বাসিন্দা সাবরিনা আলম মেঘালয় ইউএসটিএম একাদশ সমাবর্তনে প্রয়াত জুবিন গর্গ মেমোরিয়াল স্বর্ণপদক লাভ করেছেন। সাবরিনার শিক্ষায় উৎকর্ষ, সহ-পাঠক্রমিক কার্যকলাপের জন্য সম্মানিত করা হয়। সাবরিনা আলম বিএসসি বায়োটেকনোলজিতেও স্বর্ণপদক লাভ করেছেন। ইউএসটিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধর।

তাছাড়া এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গালরু আইআইএসসি কাউন্সিলের চেয়ারম্যান পদ্মভূষণ ড. সেনাপতি “ক্রিস” গোপালকৃষ্ণন এবং ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা, বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ।
উল্লেখ্য, তিনি সামসুল আলম এবং সুলতানা রাফিয়ার কন্যা।

Spread the News
error: Content is protected !!