শ্রীভূমিতে জুবিন গৰ্গের স্মৃতি সৌধ নির্মাণের দাবি
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : শ্রীভূমিতে জুবিন গৰ্গের একটি স্মৃতি সৌধ নির্মাণের বিষয়টি সম্পর্কে বিহিত ব্যাবস্থা নিতে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ সাংস্কৃতিক পরিক্রমা বিভাগকে একটি চিঠি দিয়েছে। ড. ভূপেন হাজরিকা ফ্যানস অ্যাসোসিয়েশন আসাম ও উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে এই মর্মে মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি লিখলে তা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।
হারাণ দে মুখ্যমন্ত্রীর কাছে এক ই-মেল পাঠিয়ে বলেছিলেন যে জুবিন গৰ্গের বাল্যকাল ও স্কুল জীবন যেহেতু শ্রীভূমিতে অতিবাহিত হয়েছিল তাই – জনসাধারণের দাবি অনুযায়ী তাঁর স্মৃতি রক্ষার্থে শ্রীভূমি শহরে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা উচিত।