সোনাইয়ে এমএলএ কাপ ফুটবলে জয় ভূবন হিলের
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ভূবন হিল এফসি। রবিবার সোনাই এনজিএইচএস স্কুলের মাঠে তারা ৩-০ গোলে হারায় চন্দ্রগিরি ক্লাবকে। খেলার ৪ মিনিটে গোল করেন আকর। ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন দেবালিস। খেলার দ্বিতীয়ার্ধ্বে অর্থাৎ ৪০ মিনিটে সলোমন গোল করে জয় নিশ্চিত করেন। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ও মর্যাদাপূর্ণ জুবায়ের আহমেদ মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় দু’জনকে খেলোয়াড়কে।
ম্যাচ পরিচালনা করেন সাহিদ চৌধুরী, সিদ্দিক ওয়াই, প্রবীন বর্মণ ও রাজীব হোসেন। আগামীকাল খেলবে আলতাফ এফসি বনাম ঝরাগুল এফসি।