বাগদেবীর আরাধনায় করিমগঞ্জের সাংবাদিকরা

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : বাগদেবীর আরাধনায় মেতেছেন এবারের করিমগঞ্জের সাংবাদিকরা। শহরের পুলিশ সুপারের কার্যালয়ে সামনে এবারে প্রথম বারের মতো সর্বজনীন ভাবে জেলায় কর্মরত সাংবাদিকরা মহাধুমধামে আয়োজন করেন বিদ্যার দেবীর আরাধনার।

করিমগঞ্জ শহরে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবে শহরের সরকারি, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন ছাড়া শহর ও গ্রামের নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সহ হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলা বসেছে। প্রতিটি পূজামণ্ডপের বাণী-অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ শিশু। বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিতে দেখা গেছে।
প্রতিবেদক : এস দাস, উত্তর করিমগঞ্জ।

Author

Spread the News