সাংবাদিক শঙ্করী চৌধুরীকে সংবর্ধনা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার

বরাক তরঙ্গ, ৯ মার্চ : হাইলাকান্দিতে জার্নালিস্টস ইউনিয়ন অব আসাম এর অনুমোদিত বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মহিলা দিবসের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বিশিষ্ট মহিলা সাংবাদিক শঙ্করী চৌধুরীকে। তাঁকে উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্মান জানান জুয়ার রাজ্য সমিতির সাংগঠনিক সম্পাদক শতানন্দ ভট্টাচার্য। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস এর দেওয়া বিষয় “লিঙ্গসম ভবিষ্যতের জন্যে লিংগ সম সংবাদ মাধ্যম” এর আলোচনা অনুষ্ঠিত হয় এবং এই বিষয়ের উপর বক্তব্য রাখেন শঙ্করী চৌধুরী।

বিশিষ্ট কবি-সাহিত্যিক আশুতোষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে বক্তব্য রাখেন জুয়া-র  শতানন্দ ভট্টাচার্য। তিনি বলেন পুরুষের সাথে সাথে মহিলারাও সাংবাদিকতার ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছেন। কিন্তু করোনা অতিমারীর পর মহিলাদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে মহিলা কর্মীর সংখ্যা উল্লেখ করে বিস্তৃত বক্তব্য রাখেন তিনি। তিনি মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যাপারটি বিশেষ গুরুত্ব দিতে কর্তৃপক্ষের দৃষ্টি দিতে আহ্বান জানান।

মহিলা দিবসের মুখ্য বক্তা হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সংবাদিক শঙ্করী চৌধুরী বলেন, তিনি ব্যক্তিগতভাবে সাংবাদিকতার ক্ষেত্রে পুরুষ এবং মহিলাকে আলাদাভাবে দেখতে চান না। তিনি বলেন, মহিলারা সর্ব ক্ষেত্রেই এগিয়েছে যদিও তাঁদের সর্বক্ষণই লড়াই করে টিকে থাকতে হয়। তিনি বলেন, মেয়েদের ক্ষেত্রে নিশ্চয়ই সাংবাদিকতা সবসময়ই একটি চ্যালেঞ্জিং বিষয়।

সুশান্ত মোহন চট্টোপাধ্যায় নারী দিবসে নারীদের অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। বরিস্ট নাগরিক সংস্থার সভাপতি নারায়ণ দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে নারীদের জন্যে বিশেষ বিল পাস করার উপর গুরুত্ব দেন। তিনি বলেন নারীদের প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন সব নারীরা শিক্ষিত হবে এবং নিজের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হবেন। অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক সুনীল শর্মা বলেন, সাংবাদিকরা সবসময়ই সাধারণ মানুষের কাছে বিশেষ পদে থাকেন তাই মহিলা দিবসে মহিলা সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করা খুবই জরুরি।

সভাপতির ভাষণে আশুতোষ দাস বলেন, বর্তমানে সংবাদ মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। মহিলারাও সাংবাদিকতার ক্ষেত্রে অনেক এগিয়ে যদিও সামাজিক মাধ্যমের জন্যে এই সেক্টর এখন প্রত্যাহ্বানর মুখে। তবুও তিনি এই কঠিন সময়ে মহিলারা সংবাদ মাধ্যমে অনেক অনেক এগিয়ে বলে উল্লেখ করেন।

Author

Spread the News