প্রেস ক্লাবে সাংবাদিক পুরস্কার ও আলোচনা সভা ইউটিডিসি-নাগরিক সংসদের
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : নেতাজির জন্মদিবস, পরিতোষ পালচৌধুরী-র প্রয়াণবার্ষিকী ২৩ শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক পুরস্কার ও আলোচনা সভার আয়োজন করছে ইউটিডিসি ও বরাক নাগরিক সংসদ।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উদযাপন এবং সাংবাদিক-লেখক-সমাজচিন্তক পরিতোষ পালচৌধুরী-র নবম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ইউটিডিসি ও বরাক নাগরিক সংসদের উদ্যোগে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বেলা তিনটেয় শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। থাকছে স্মৃতিচারণ, আলোচনা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান। আলোচনার বিষয় “নেতাজির দৃষ্টিভঙ্গি এবং স্বাধীনোত্তর ভারত।”
অনুষ্ঠানে তপোজ্যোতি দাশ, নির্মল মালাকারকে প্রদান করা হবে পরিতোষ পালচৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার। এতে সবার উপস্থিতি কামনা করেছেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে।