গাজা : বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জর্ডান বাদশাহর

৪ এপ্রিল : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও সহিংসতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয়। বৃহস্পতিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাদশাহ বলেন, “ইসরায়েলের গাজা যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে, যুদ্ধবিরতি পুনর্বহাল করতে হবে এবং মানবিক সহায়তা পুনরায় শুরু করতে হবে।” তিনি আরও জানান, জর্ডান গাজায় সহায়তা পৌঁছে দিতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং জার্মানির সহায়তার প্রশংসা করেন তিনি।

বাদশাহ আবদুল্লাহ পশ্চিম তীরেও চলমান উত্তেজনা ও বাস্তুচ্যুতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “গাজা ও পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরছাড়া করা হয়েছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলতে পারে।” এছাড়া, জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর অব্যাহত লঙ্ঘন নিয়েও সতর্ক করেন তিনি।

Spread the News
error: Content is protected !!