অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল, ফিলিপ ও পিটার
১৩ অক্টোবর : অর্থনীতিতে নোবেলজয়ী (Nobel Prize in Economics) তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করল সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিয়ন এবং পিটার হাউইট (Joel Mokyr, Philippe Aghion and Peter Howitt)। উল্লেখ্য, অর্থনীতিতে নোবেল পুরস্কারের পোশাকি নাম সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার।
নোবেল কমিটি বলেছে, ‘উদ্ভাবন-চালিত অর্থনৈতিক বৃদ্ধি’ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে। পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ‘‘উদ্ভাবন-কেন্দ্রিক অর্থনৈতিক বৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে নোবেল প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সুস্থিত বৃদ্ধির পূর্বশর্তগুলি’ চিহ্নিত করার জন্য’ মোকিরকে এবং ‘সৃজনশীলতা ধ্বংসের মাধ্যমে সুস্থিত বৃদ্ধি’র তত্ত্বের জন্য যৌথভাবে অ্যাঘিয়ন এবং হাউইটকে নোবেল প্রদান করা হচ্ছে।’’