জিরিবামের নৃশংসতা বেড়েই চলেছে, আরও একজোড়া মৃতদেহ উদ্ধার

জিরিবামের নৃশংসতা বেড়েই চলেছে, আরও একজোড়া মৃতদেহ উদ্ধার

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মণিপুরের
জিরিবামের জাতিদাঙ্গার নৃশংসতা বেড়েই চলেছে। বছরদিন আগের মণিপুরের অন্যান্য জেলায় যেভাবে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়েছিল তেমনি জিরিবামের পরিস্থিতি আজ।ছয়টি মৃতদেহ উদ্ধারের পর আরও একজোড়া মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। পুরুষ ব‍্যক্তির মৃতদেহ শনিবার রাতে জিরিবামের আগলাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। মহিলার মৃতদেহ রবিবার সকালে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার চন্দ্রপুর চিরি ফেরিঘাট বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে। 

এ দিকে, জিরিবামের জাতি দাঙ্গায় একেরপর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল‍্য দেখা দিয়েছে। রাতে জাতি দাঙ্গার বলি হয়ে মৃত এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার হয় জিরিবামের আগলাপুর থেকে। জিরিবাম পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের মুখে বন্দুকের গুলির জখম রয়েছে।

জিরিবামের নৃশংসতা বেড়েই চলেছে, আরও একজোড়া মৃতদেহ উদ্ধার

অন‍্যদিকে, বরাক নদীর চিরিঘাট থেকে বিবস্ত্র মহিলা মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুতগতিতে চিরিঘাটে এসে পৌঁছেন কাছাড় জেলা পুলিশ সুপার নুমুল মাহাতো। তিনি এসে তড়িঘড়ি মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গত সোমবার জাকুড়াডহর থেকে অপহৃত মৈতৈ সম্প্রদায়ের ছয়জনের মধ্য থেকে একজন এই মহিলা এমন ধারণা করা হচ্ছে। মৃতদেহ দু’টি দুই সম্প্রদায়ের বলে ধারনা।

Spread the News
error: Content is protected !!