৩ জুলাই থেকে বাড়ছে জিও-এয়ারটেল রিচার্জ

২৮ জুন : রিলায়েন্স জিওর একদিন পরেই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের (Airtel New Plans) ট্যারিফ বাড়ানো হবে। দিন প্রতি ৭০ পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি, খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম। বিভিন্ন এনট্রি লেভেলের প্ল্যানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সংস্থার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এয়ারটেলের মোবাইল ট্যারিফ ১১ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ছে৷

টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের চিন্তা বাড়িয়ে ট্যারিফ প্ল্যান ২৫ শতাংশ পর্যন্ত বাড়ায়। জিও তাদের প্রিপেইড প্ল্যান ১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে বলে খবর। তবে রিলায়েন্স জিও জানিয়েছে Jio Bharat এবং Jio ফোন ব্যবহারকারীদের জন্য শুল্ক বাড়ানো হচ্ছে না। মোট ১৯টি প্ল্যানের দাম বাড়ছে। তার মধ্যে ১৭টি প্রিপেইড এবং ২টি পোস্টপেইড প্ল্যান রয়েছে৷

অন্যদিকে দুই মাসের প্ল্যানগুলোর মধ্যে ৪৭৯ টাকার প্ল্যানটি বাড়িয়ে ৫৭৯ টাকা করা হয়েছে। একইসঙ্গে ৫৩৩ টাকার প্ল্যান বাড়িয়ে ৬২৯ টাকা করা হয়েছে। আগে ৩ মাসের প্ল্যানটি ৩৯৫ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত ছিল। যা এখন বাড়িয়ে ৪৭৯ টাকা থেকে ১১৯৯ টাকার মধ্যে করা হয়েছে। ১৫৫৯ টাকার বার্ষিক প্ল্যান এখন ১৮৯৯ টাকায় পাওয়া যাবে। ২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানের দাম দেওয়া হয়েছে ৩৫৯৯ টাকা।

একইসঙ্গে ডেটা অ্যাড অন প্ল্যানের ক্ষেত্রে যা আগে ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে। জিও দুটি পোস্টপেইড প্ল্যানের দরও বাড়িয়েছে। ২৯৯ টাকার পোস্টপেইড বাড়িয়ে ৩৪৯ টাকা করা হয়েছে। যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৩০ জিবি ডেটা। অন্যদিকে, ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে ৭৫ জিবি মাসিক ডেটা পাওয়া যাচ্ছে।

Author

Spread the News