ঝেরঝেরিতে কংগ্রেসের জনজোয়ার, বিজেপিকে টেক্কা দিতে শক্তি প্রদর্শন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে! ঝেরঝেরিতে বিজেপি প্রার্থীকে টেক্কা দিতে কংগ্রেসের রোড় শো।লোয়াইরপোয়া ব্লকের ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল এক বিশাল নির্বাচনী র‍্যালি। কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী কাওসারা বেগমের সমর্থনে র‍্যালিতে অংশ নেন বহু লোক।

বুধবার এই র‍্যালির নেতৃত্ব ছিলেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি এবং যুব নেতা প্রতাপ সিনহা পিলু। তার সঙ্গে ছিলেন ভূমি আন্দোলনের অন্যতম মুখ খাইরুল আমিন। কটামণি ইছারপার বাজার থেকে শুরু হয়ে র‍্যালি ঘুরে বেড়ায় গ্রাম পঞ্চায়েতের দশটি ওয়ার্ডের আনাচে কানাচে, শেষ হয় পুনরায় ইছারপার বাজারে এসে।স্থানীয়দের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।”

ঝেরঝেরিতে কংগ্রেসের জনজোয়ার, বিজেপিকে টেক্কা দিতে শক্তি প্রদর্শন

খাইরুল চৌধুরী বলেন, কংগ্রেস প্রার্থী আমার সহধর্মনী কাওসারার সমর্থনে সর্বস্তরের জনগণের সাড়াই বলে দিচ্ছে মানুষ কংগ্রেসের পাশে রয়েছে। এবং র‍্যালিতে জনতার গর্জন বলে দিয়েছে কংগ্রেসের পক্ষে জনমত স্পষ্ট!

ঝেরঝেরিতে কংগ্রেসের জনজোয়ার, বিজেপিকে টেক্কা দিতে শক্তি প্রদর্শন
Spread the News
error: Content is protected !!