শ্রীভূমিতে ৮১ কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস জয়ন্তর

‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশ নেন তিন মন্ত্রী_____

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : শ্রীভূমি শহরের নাগরিকদের পানীয়জলের সঙ্কট অবসানের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রবিবার শহরের লঙ্গাই পানীয়জল সরবরাহ প্রকল্প চত্বরে ৮১.১৮ কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস ও ভূমিপূজা সম্পন্ন হল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার নেতৃত্বে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক।

এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে শ্রীভূমি শহরের নাগরিকদের জন্য বিশুদ্ধ পানীয়জলের এক নতুন যুগের সূচনা হল। শহরের মোট ২৭টি ওয়ার্ডে বসবাসকারী ১৪,৭১৫টি পরিবার সরাসরি এই নতুন পানীয় জল পরিষেবার আওতায় আসবেন। উন্নত ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে প্রকল্পটিকে পাঁচটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকাঠামো গড়ে তোলা হবে যাতে নিরবচ্ছিন্ন ও বিশুদ্ধ পানীয়জল সরবরাহ সম্ভব হয়।

শ্রীভূমিতে ৮১ কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস জয়ন্তর

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের জন্য ৮১.১৮ কোটি টাকা অনুদান অনুমোদন করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে, নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে রাজ্য সরকার কতটা দায়বদ্ধ। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া জানান, শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা। এই প্রকল্প সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। সরকার মানুষের পাশে রয়েছে এবং থাকবে।

শ্রীভূমিতে ৮১ কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস জয়ন্তর

শিলান্যাস অনুষ্ঠান শেষে জেলা গ্রন্থাগারে লঙ্গাই পানীয়জল সরবরাহ প্রকল্প নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের কারিগরি দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিকদের উপকারিতা নিয়ে বিশদে আলোচনা করা হয়।

একই দিনে কেন্দ্রীয় সরকারের ‘মন কি বাত’ অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, সহ হাজারো সাধারণ মানুষ ও বিজেপির কর্মীরা।

শ্রীভূমিতে ৮১ কোটি টাকার নতুন জল প্রকল্পের শিলান্যাস জয়ন্তর

এই দিনটি আরও বিশেষ হয়ে ওঠে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কারণে। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়, রাজ্যে মীন পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন বিধায়ক তথা রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার শ্রীভূর জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ আরও অনেকে।প্রসঙ্গগত শ্রীভূমি শহরে পানীয়জল সংকট ছিল একটি পুরোনো সমস্যা। বহুবার দাবির পর এবার সরকার গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধুমাত্র সমস্যার সমাধান নয়, বরং শহরবাসীর জীবনে স্বাস্থ্য ও সুস্থতার এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়া হয়।

Spread the News
error: Content is protected !!