ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার, শহিদ অসমের জওয়ান

১৬ জুলাই : ঝাড়খণ্ডে সকাল সকাল মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার পুলিশের। এক জওয়ান শহিদ হলেন। কুখ্যাত মাওবাদী কুনওয়ার মাঝি-সহ দুই মাওবাদী গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে। শহিদ জওয়ান হলেন অসমের কোকরাঝাড়ের বাসিন্দা পার্নেশ্বর কোচ। 

বুধবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলার গোমিয়া ব্লকের জগেশ্বরবিহার থানা এলাকার লুগু পাহাড়ে কাশিতান্দের জঙ্গলে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে কোবরা ব্যাটালিয়নের জওয়ান পার্নেশ্বর কোচ গুলিবিদ্ধ হন। জখম জওয়ানকে সহকর্মীরা নিরাপদে সরিয়ে নিয়ে চিকিৎসার জন্য পাঠালেও শেষ রক্ষা হয়নি।। রিপোর্ট অনুযায়ী, আধা ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

Spread the News
error: Content is protected !!