ভোটাভুটিতেও ড্র, লটারিতে গোবিন্দপুর-আলগাপুর জিপি সভানেত্রী হলেন জাসমিন
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বহু প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার গোবিন্দপুর-আলগাপুর জিপি সভানেত্রী মনোনীত হয়েছেন জাসমিন আক্তার মজুমদার। সভানেত্রী চয়ন নিয়প বুধবার বাঁশকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে দিন তারিখ নির্ধারিত ছিল, সময় সকাল দশটা। সময়ের আগেই উভয় পক্ষের সহস্রাধিক সমর্থক হাজির উন্নয়ন খন্ড কার্যালয়ে। একে একে দশজন জিপি সদস্য সদস্যা ভেতরে প্রবেশ করেন। শুরু হয় জিপি সভানেত্রী চয়ন প্রক্রিয়া। প্রার্থী ছিলেন দু’জন যথাক্রমে জাসমিন আক্তার মজুমদার ও পম্পি রায়। সিদ্ধান্ত চুড়ান্ত না হওয়ায় নির্বাচন করতে হয়।নির্বাচনে উভয় পক্ষে পাঁচটি করে ভোট পড়ে। তারপর লটারির মাধ্যম হাতে নেওয়া হয়। লটারিতে জয়লাভ করেন জাসমিন আক্তার মজুমদার। তিনিই শেষ পর্যন্ত গোবিন্দপুর আলগাপুর জিপির সভানেত্রী মনোনীত হয়েছেন।
এরপর শুরু হয় সহসভানেত্রী পদের লড়াই। প্রার্থী ছিলেন নাজমিন আক্তার বড়ভূইয়া ও ইকবাল হোসেন লস্কর। ভোটাভুটির মাধ্যমে পাঁচ/পাঁচ ড্র হয়। এরপর লটারির মাধ্যমে নাজমিন আক্তার বড়ভূইয়া সহসভানেত্রী মনোনীত হয়েছেন। প্রবল টানটান উত্তেজনার মধ্য দিয়ে গোবিন্দপুর আলগাপুর জিপির বোর্ড গঠিত হয়েছে। শেষ হাসি হেসে বিজয় মিছিল করে খণ্ড উন্নয়ন কার্যালয় থেকে বেরিয়ে গেলেন নজির হোসেন মজুমদারের স্ত্রী জাসমিন বেগম মজুমদার সহ সহস্রাধিক সমর্থক।