রবিবার জনতা কলেজের হীরক জয়ন্তীর সমাপ্ত অনুষ্ঠান প্রস্তুতি চূড়ান্ত

রবিবার জনতা কলেজের হীরক জয়ন্তীর সমাপ্ত অনুষ্ঠান প্রস্তুতি চূড়ান্ত

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাবুগঞ্জ জনতা কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ নভেম্বর রবিবার হীরক জয়ন্তী সমাপন অনুষ্ঠান পালন করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাম অঞ্চলের গৌরব জনতা কলেজের দীর্ঘ পরিক্রমা ও তার গৌরব ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই হীরক জয়ন্তী অনুষ্ঠান কলেজ কর্তৃপক্ষ নানা পরিকল্পনা দিয়ে সাজাতে চলেছেন যার সাক্ষী হয়ে থাকবেন কলেজ শুভানুধ্যায়ীরা l রবিবার অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম গুলো যথাক্রমে সকাল ৮টায় প্রভাতফেরী, ৯টায় কলেজ পতাকা উত্তোলন, ৯.৩০ টায়  শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক আয়োজিত রক্তদান শিবির উদ্বোধনের পাশাপাশি কমিউনিটি আই কেয়ার, সক্ষম কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন, সকাল ১০টায় প্রদর্শনী তথা বিক্রয়ের জন্য বিভিন্ন হস্তশিল্পের নানা ধরনের খাবার, আর্ট গ্যালারি এবং বইমেলার জন্য ১৬ই নভেম্বর খোলা ছোট ছোট স্টল গুলোর উদ্বোধন, ১০-২০ মিনিটে হীরক জয়ন্তী প্রতীকের উন্মোচন, সাড়ে দশটায় কলেজ ডকুমেন্টারি উন্মোচন, ১১ টায় মূল অনুষ্ঠানের সূচনা মঙ্গলগীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হবে।

এরপর আমন্ত্রিত অতিথি অভ্যাগতদের, কলেজের প্রাক্তন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং কলেজ প্রাক্তনীদের মধ্য থেকে বিশিষ্টজনদের সম্মান জানানো হবে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিবাকর ডেকা, চিকিৎসক পদ্মশ্ৰী ডাঃ রবি কান্নান, আসাম উচ্চশিক্ষা দপ্তরের সঞ্চালিকা পমি বরুয়া, সহ সঞ্চালিকা সুমিত্রা দেবনাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্ৰদোষ কিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দপ্তরায় তথা কলেজ ডেভলপমেন্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত সঞ্চালক জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। অতিথিরা কলেজের স্মরণিকা ও বিভিন্ন বিভাগীয় পত্রিকা উন্মোচন করা হবে। প্রথম পর্বের পর বেলা ১ টায় মধ্যাহ্নভোজনের বিরতি হবে।

দ্বিতীয় পর্বে থাকবে আলোচনা সভা যার বিষয় থাকবে “প্রাতিষ্ঠানিক সেরা অনুশীলন এবং প্রাক্তনীদের ভূমিকা”  (Institutional Best Practices and the Role of Alumni)। তৃতীয় পর্বে সাড়ে তিনটায় থাকবে কলেজ ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪-৩০ মিনিটে থাকবে প্রাক্তনীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৫-৩০ মিনিটে  থাকবে হীরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার কলেজ কর্তৃক পুরস্কার বিতরণী।

রবিবার জনতা কলেজের হীরক জয়ন্তীর সমাপ্ত অনুষ্ঠান প্রস্তুতি চূড়ান্ত

সবশেষে সন্ধ্যা ৬ টায় বরাক উপত্যকার বিশিষ্ট লোকসংগীত শিল্পী মঙ্গলা নাথ ও তার শিল্পী গোষ্ঠীর দ্বারা এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে যা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনকে মনোরম করে তুলবে। তাই কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তুলতে জনতা কলেজের সকল শুভানুধ্যায়ীদের সবাইকে সপরিবার ও সবান্ধব উপস্থিত থাকার জন্য  জনতা কলেজ, কাবুগঞ্জের পক্ষ থেকে অধ্যক্ষ ড. দেবাশিস পাল ও আয়োজন সমিতির সংযোজিকা অধ্যাপিকা সুজাতা পালিত অনুরোধ জানিয়েছেন।

Author

Spread the News