নর্থ হাওয়াইতাঙে উদ্বোধনী ম্যাচে জয়ী জামালপুর
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শুরু হল নর্থ হাওয়াইতাঙে ফুটবল আসর। বুধবার থেকে শুরু হয়েছে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়েল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মারিয়া এফসি-কে হারিয়ে জামালপুর এফসি জয়লাভ করল। ১-০ গোলে জয়ী হয়ে খেলার দ্বিতীয় ধাপে চলে যায় জামালপুর। ম্যাচে একমাত্র গোলটি করেন জামালপুর এফসির খেলোয়াড় পাপন। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারপান পাপন। তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন ভাগা বাজার আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি দিপু লস্কর।
এ দিনের উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ হাওয়াইথাঙ এমই স্কুলের প্রধানশিক্ষক সেলিম লস্কর, আজাদ লস্কর, রাজা লস্কর, পিম্পি বড়ভূইয়া, টিঙ্কু বড়ভূইয়া, আমির হোসেন লস্কর, সিপার লস্কর, জসিম উদ্দিন লস্কর। আগামীকালের খেলা তাহিরুল এফসি মুখোমুখি করবেন লোকনাথপুর ইয়ংস্টার