শিলচরে মুসলিম পড়ুয়াকে জোর করে জ‍য় শ্রীরাম, কান ধরে ওঠবস, আটক ৪

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : স্কুলের দেওয়ালে ‘আল্লহ আকবর’ লেখার অভিযোগ এনে শিলচর নরসিং স্কুলের অষ্টম শ্রেণির এক পড়ুয়াকে প্রকাশ্যে হেনস্থার ঘটনায় চারজনকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে এফআইআর দাখিলের পর পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল রোহিত রায় (১৪), সানি চক্রবর্তী (১৭), রাজ বর (১৬) এবং শুভম দাস (১৭)। আটককৃত সবাই শিলচরের রংপুর এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, শিলচরের নরসিং স্কুলের অষ্টম শ্রেণির এক মুসলিম ছাত্রকে রাস্তায় মারধর করার পাশাপাশি কান ধরে ওঠবস করিয়ে কিছু বেপরোয়া যুবক তাকে জোরপূর্বক “জয় শ্রী রাম” বলার জন্য বাধ্য করে। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছিল গতকাল, যখন ওই ছাত্র বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফিরছিল। শিলচরের সদরঘাট এলাকায় ওই যুবকরা তাকে আটক করে। অভিযোগ তোলে যে, বিদ্যালয়ের দেয়ালে “আল্লাহু আকবর” লেখার জন্য ওই ছাত্র দায়ী। এরপর তারা তাকে রাস্তায় মারধর শুরু করে। শুধু মারধরই নয়, কান ধরে ওঠবস করিয়ে তাকে জোরপূর্বক “জয় শ্রী রাম” বলতে বাধ্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভয়ংকর ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর শিলচর শহরসহ সমগ্র কাছাড় জেলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভুক্তভোগী ছাত্রের অভিভাবক শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে রাতেই চারজন যুবককে আটক করে। পুলিশ জানিয়েছে যে, একই বিদ্যালয়ের কিছু ছাত্র এই ঘটনায় জড়িত।

শিলচরে মুসলিম পড়ুয়াকে জোর করে জ‍য় শ্রীরাম, কান ধরে ওঠবস, আটক ৪
শিলচরে মুসলিম পড়ুয়াকে জোর করে জ‍য় শ্রীরাম, কান ধরে ওঠবস, আটক ৪

Author

Spread the News