ভারত বিরোধী বাংলাদেশির চিকিৎসা না করানোর আবেদন জয় রাধে সেবার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : রাজ্যের সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ে ভারত বিরোধী বাংলাদেশিদের চিকিৎসা না করানোর জন্য আবেদন রাখল জয় রাধে সেবা সমিতি। সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের হত্যা, ধর্ষণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, মন্দির চূর্ণ-বিচূর্ণ করার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যের প্রায় সবক’টি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা প্রদান না করার দাবি জানিয়েছেন।

শনিবার সাংবাদিক বৈঠকে কর্মকর্তারা বলেন, ভারতের জাতীয় পতাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বেসরকারি কার্যালয়ের সামনে অঙ্কন করে পা মোছার দৃশ্য ভাইরাল করেছে। এটা ভারতের ১৪০ কোটি নরনারীর কাছে একটা বিরাট অপমানের বিষয়। জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করা কোনভাবে মেনে নিতে পারছেন না ভারতবাসী। তাই অসমে কোন বাংলাদেশির চিকিৎসা করানো হবে না বলে একপ্রকার ফতোয়া জারি করেছেন। দেশের আত্মসম্মান এবং দেশবাসীর মর্যাদাকে সামনে রেখে বাংলাদেশের এমন জঘন্য কর্মকাণ্ডকে তীব্র ভৎসনা দিয়ে বক্তব্য রাখেন তারা। এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, মৌসুমি অধিকারী, মৃণাঙ্কা সাহা, গৌতম রায়, দেবলিনা পাল, গৌরব চন্দ, সুবীর ধর প্রমুখ।

Author

Spread the News