প্রসাদ বিতরণে ভিড় সামলাতে নয়া ব্যবস্থা জগন্নাথ মন্দিরের

১৫ মার্চ : চারধামের একটি ধাম পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)। গোটা বছরজুড়ে দর্শনার্থীদের ভিড় থাকে মন্দিরে। আর মন্দিরে গেলে সকলেই চান প্রভুর মহাপ্রসাদ নিতে। যার ফলে প্রসাদ দেওয়ার স্থানে প্রচুর ভিড় হয়। ভিড় সামলাতে এবার মন্দিরে চালু হতে চলেছে নয়া ব্যবস্থা। ভক্তদের জন্য তৈরি করা হবে নতুন ডাইনিং হল। সেখানে মহাপ্রসাদ বসে খেতে পারবেন দর্শনার্থীরা। এর নাম দেওয়া হবে অন্নক্ষেত্র।

বছরভরতো ভিড় হয়ই, বিশেষ বিশেষ দিনে প্রচুর ভক্তসমাগম হয় পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে। শুক্রবার দোলের দিন প্রায় সারারাত মন্দিরের দরজা খোলা রাখতে হয়েছে। ভগবানের মহাপ্রসাদ পেতে আনন্দবাজারের চাতালের তলায় ভিড় জমান দর্শনার্থীরা। তবে সেই জায়গাটি খুব বড় না হওয়ায় কার্যত ঠেলাঠেলি শুরু হয়। এবার সেই সমস্যা সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া মন্দির কর্তৃপক্ষর তরফে জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের রান্নাঘরটিরও সংস্কার করা হবে। এছাড়া মন্দির প্রশাসনের অফিসটিও নতুন স্থানে স্থানান্তরের পরিকল্পনা চলছে। ২০২৬ সালে রথযাত্রার আগেই রন্ধনশালার সংস্কারের কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

প্রসাদ বিতরণে ভিড় সামলাতে নয়া ব্যবস্থা জগন্নাথ মন্দিরের

Author

Spread the News