মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হল উত্তর-পূর্বে এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর বয়ানে লেখা, ‘আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না’।

দেড় বছরেরও বেশ সময় পার। জাতি সংঘর্ষে এখনও উত্তপ্ত মণিপুর। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? দলের ভিতরে ও বাইরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং  রীতিমতো দ্বিমুখী চাপে মুখে পড়েছিলেন বলেই সূত্রের খবর। তারপরই  বিধানসভায় আনাস্থা প্রস্তাব আনার চিন্তাভাবনা শুরু করেছিল বিরোধী কংগ্রেস! এই পরিস্থিতিতে রবিবার দিল্লিতে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্‌স ফ্রন্ট (এনপিএফ)-এর ১৪ জন বিধায়ক। এর সেই বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা।

বীরেনের পদত্যাগের পরেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ নির্বাচনে বৈঠকে বসেছিল মণিপুরের উচ্চ স্তরের নেতারা। জানা যায়, গভীর রাত অবধি চলেছিল মুখ নির্বাচনের পর্ব। কিন্তু আখেড়ে কোনও মতেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তারা। আর তারপরই এদিন জারি হল রাষ্ট্রপতি শাসন।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, ‘আমি মণিপুরের রাজ্যপালের তরফ থেকে রিপোর্ট পেয়েছি। যা দেখে এটা কার্যত স্পষ্ট সেখানে সরকার চালানো সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত।’

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

Author

Spread the News