আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল ইজরায়েল
৬ মে : দখলদার ইজরায়েল নিজের অপকর্ম ডাকতে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে। কারণ আল জাজিরা ছাড়া তাদের অপকর্মের খবর অন্য কোনও চ্যানেল তেমন প্রচার করে না। তাই তারা আলজাজিরা বন্ধ করে দিয়েছে।
আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিলো নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরা নেটওয়ার্ককে ইজরায়েলের জাতীয় নিরপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি।
রবিবার পূর্ব জেরুজালেমে আল জজিরার অফিসে হানা দেয়, ইজরায়েলি প্রশাসন। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার ভিত্তিক এই টেলিভিশন। খবর : দৈনিক ইনক্লাব।