নিলামবাজার সমবায়ের তৃতীয়বারের মতো চেয়ারম্যান ইসলাম উদ্দিন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : বিনা প্রতিদ্বন্দিতায় নিলামবাজার সমবায় সমিতির চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন। রীতিমত চমক দেখিয়ে সকল সদস্য সদস্যার সমর্থনে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মজির উদ্দিন। এবার নিয়ে চেয়ারম্যান পদে তিন বার নির্বাচিত হলেন ইসলাম উদ্দিন।সংবর্ধনা জানানো হয় চেয়ারম্যান-ভাইসম্যান সহ সদস্য-সদস্যাদের।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিলামবাজার যাত্রাপুর রোডস্থিত ফিস ফার্মার অ্যাসোসিয়শনের কার্যালয়ে আয়োজিত সভায় বিভাগীয় নিযুক্ত রিটার্নিং অফিসার ঠাকুর দয়াল যাদবের উপস্থিতিতে সমাজকর্মী গিয়াস উদ্দিনের পৌরহিত্য সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া শুরু হলে কোনও ধরনের বিতর্ক বা বিকল্প প্রস্তাব ছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় প্রায় সব সদস্য-সদস্যার সর্বসম্মতিতে তৃতীয়বার চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন ইসলাম উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন মজির।
সভায় সমবায়ের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন চেয়ার ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মজির উদ্দিন, মখলিসুর রহমান ও রাজু পাল প্রমুখ সভায় সমবায়ের স্থায়ী কার্যালয় স্থাপনের জোরালো দাবি উত্থাপন হলে চেয়ারম্যান ইসলাম নিজের বক্তব্যে উল্লেখ করে বলেন , মাত্র ১লাখ ৪১ হাজার টাকার পুঁজি নিয়ে প্রায় দশ বছর আগে তার কার্যকাল শুরু করেছিলেন , বর্তমান সময়ের নিজস্ব তহবিল থেকে কার্যালয়ের স্থায়ী ভবন ও গুদাম নির্মানের জন্য জমি ক্রয় করার পাশাপাশি সমবায় তহবিল সমৃদ্ধ করেছেন। বর্তমানেও মোটা অঙ্কের টাকা সমবায়ের তহবিলে গচ্ছিত রয়েছে। খুব শীঘ্রই কার্যালয় নির্মাণে হাত দেওয়া হবেও আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, বিভাগীয় তরফে নতুন বোর্ড অফ ডিরেক্টর গঠনে ভোটে আহ্বান করা হলে বিগত ১৪ আগস্ট মনোমনয়ন জমার শেষ তারিখ পর্যন্ত মাত্র ১৩টি মনোনয়ন জমা পড়েছিল। বোর্ড অব ডিরেক্টর গঠনে প্রয়োজনীয় মোট ১৫জন সদস্যা সদস্যার মধ্যে মাত্র ১৩ টি মনোনয়ন জমা পড়ায় ভেস্তে যায় গোপন ব্যালেটের নির্বাচন। গত ২৫ আগস্টের সাধারন সভায় মনোনয়ন জমা করা সদস্য-সদস্যা যথাক্রমে – ইসলাম উদ্দিন, মজির উদ্দিন, রাজু পাল, মাসুদ আহমদ, আব্দুল করিম, মজির উদ্দিন (অপরজন) শরবিন্দু রায়, হোসেন আহমদ, বেবুল হোসেন, ইলাস আলি, আজমল আলি, আব্দুল কালাম, নুরবান বেগমকে বিজয়ী ঘোষণা করে বোর্ড অব ডিরেক্টর গঠন করা হয়। আজ বোর্ড ডিরেক্টররা আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান-ভাইসম্যান মনোনীত করেছেন। আজকের সভাটি সঞ্চালনা করেন সমবায় সচিব হরিশচন্দ্র দাস।