গান্ধী মেলার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, সরব ডিজনিল্যান্ড

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুললেন ডিজনিল্যান্ড মেলা ও এগজিবেশন প্রতিষ্ঠানের ম্যানেজার জাকির দেওয়ান। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে জাকির দেওয়ান এই অভিযোগ তুলে বলেন শিলচর পুরসভার কার্যবাহী আধিকারিক গত ৫ ডিসেম্বর ৭৩তম গান্ধীমেলা ও প্রদর্শনীর টেন্ডার আহ্বান করেছিলেন। সেই অনুযায়ী ডিজনিল্যান্ড মেলা ও এগজিবেশনের ডিরেক্টর এনসি শর্মা বিভাগীয় নিয়মানুযায়ী টেন্ডার জমা দেন।
তিনি জানান, গান্ধী মেলা ও প্রদর্শনীর জন্য ডিজনিল্যান্ড মেলা অ্যান্ড এগজিবেশন টেন্ডারে স্কয়ার ফুট ১২ টাকা ২৫ পয়সা দিয়েছিল। এছাড়া ডিজনিল্যান্ড মেলা (ওপিসি) প্রাইভেট লিমিটেড ১১ টাকা ৬০ টাকা, মেসার্স ডিকে এন্টারপ্রাইজ কাম ডিজনিল্যান্ড মেলা ৫ টাকা এবং গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া টুরিং ২৬ টাকা করে স্কয়ার ফুট দরপত্র জমা দেয়। সেই হিসাবে তাঁরা দ্বিতীয় স্থানে রয়েছেন। এখন বলা হচ্ছে গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া টুরিং মেলার টেন্ডার লাভ করেছ। কিন্তু পুর কর্তৃপক্ষ টেন্ডারপ্রাপ্ত ওয়ার্ক অর্ডার প্রকাশ করছে না। তিনি জানান, ডিজনিল্যান্ড মেলা ও প্রদর্শনীর ডিরেক্টর এনসি শর্মা বিগত সময়ে কুড়ি বছর গান্ধী মেলা ও প্রদর্শনী দায়িত্ব পালন করছেন। কিন্তু বর্তমান শিলচর পুরসভা কর্তৃপক্ষের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাকির বলেন, যদি গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া টুরিং ২৬ টাকা করে স্কয়ার ফুট দরপত্র জমা দিয়েছেন, তাহলে ওয়ার্ক অর্ডার প্রকাশ করা হোক। এব্যাপারে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।