যুদ্ধবিরতি প্রশ্নে, ইজরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হত ৩

২৪ জুন : ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইজরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দক্ষিণ ইজরায়েলের শহর বে’র শেভায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে আবাসিক ভবনটির ধ্বংসের ছবি দেখা যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর তেহরান ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইজরায়েলি সেনা ভোর ৫টা নাগাদ এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তা সনাক্ত করার পরই বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইজরায়েল ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে, প্রথমে তেহরান অভিযান বন্ধ করবে। যদিও বাস্তবে হল উলটো। নেতানিয়াহু ও ট্রাম্প এখন এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেন, সেদিকে নজর বিশ্বের।

যুদ্ধবিরতি প্রশ্নে, ইজরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হত ৩
Spread the News
error: Content is protected !!