ইনজামুলের ব্যাটিং জাদুতে সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দৃষ্টি

ব্যর্থ রামের ইনিংস, রানার্সে সন্তোষ এফ আর হিরোজ____

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : স্টিল কর্ণার সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব জিতলো দৃষ্টি সোনাই। রবিবার প্রতিযোগিতার ফাইনালে দৃষ্টির ব্যাটার ইনজামুল মজুমদারের জাদুতে হেসেখেলে মর্যাদার এই খেতাব ঘরে তুলে দৃষ্টি। তাঁর দূর্দান্ত ব্যাটিংয়ে কুপোকাত হয় প্রতিপক্ষ এফ আর হিরোজ।

স্থানীয় সোনাই  নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অন্যতম সফল এই প্রতিয়োগিতার ফাইনাল দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দেয় এলাকার দুই ফাইনালিস্ট দল দৃষ্টি এবং এফআর হিরোজ। শুরুতে টসে জিতে এফআর হিরোজ প্রথমে ব্যাট ঘুরিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের টার্গেট খাড়া করে। প্রতিয়োগিতার হট ফেভারিট এফআর হিরোজের হয়ে বর্ষীয়ান ব্যাটার রামকৃষ্ণ নাথ দুরন্ত এক ইনিংস খেলেন। করেন সর্বোচ্চ ৬০ রান করেন। তবে তাঁর এই প্রয়াস অবশ্য শেষে কাজে আসেনি। রাম তার ইনিংস সাজাতে ৩৯ বলের সামনা করেন। মারেন ৪টি বিশাল ছক্কা ও ৬টি চার। এছাড়া তার সতীর্থদের মধ্যে হামিদ চৌধুরী ২৯, রণিত লস্কর ২০, বদরুল রাজ খান ১৯,আলি আহমেদ লস্কর ১৫,রাহুল লস্কর ১৪, এসএম জাকারিয়া ১০ রান করেন। বোলিংয়ে বিজয় দাস ও শাহজাহান লস্কর ৩টি করে এবং ইনজামুল মজুমদার, গুলাম ইউএফ বড়লস্কর ১টি করে ইউকেট দখল করেন।

২০০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দৃষ্টি সোনাই ১৫.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে সে কাজ হাসিল করে ট্রফির মালিক হয়ে যায়। দলকে ট্রফি জেতার কিনারে নিয়ে যান দলের অন্যতম ব্যাটার ইনজামুল মজুমদার। খেলেন  ৯৫ রানের এক দুর্দান্ত ইনিংস। এই ইনিংস সাজাতে ইনজামুল ৪৫ বলের সামনা করেন। এতে ছিল ১০টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার। দলের হয়ে ভালো রান করেন প্রীতম বর্ধন। করেন ২০ বলে  ৪৪ রান। ৪ টি ছক্কা ৩টি চার হাঁকান তিনি।

এছাড়া বাপন লস্কর ২০ ও টিংকু লস্কর ১০ রান করেন। বোলিংয়ে রাহুল লস্কর ২টি ,আলি আহমেদ লস্কর, সাইদুল রাজ খান ১ টি করে উইকেট করেন।

ইনজামুলের ব্যাটিং জাদুতে সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দৃষ্টি

এদিন ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন আরএফ এডুকেশন ফাউন্ডেশনের চিফ ট্রাস্টি আওলাদ হোসেন লস্কর (রিংকু) সহ আয়োজক সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বিকেলে প্রতিয়োগিতার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট মডেল এইচএস স্কুলের এমডি কমরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজুরঘাট – নতুন রামনগর সমবায় সমিতির সচিব আপনারুল আলম বড়ভূইয়া, নরসিংহপুর সমবায় সমিতির চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, নবেন্দু বিকাশ দাস,আকমল মোবাইল স্টোরের কর্নধার আমির হোসেন লস্কর,সন্দীপ রায়,রমিজ উদ্দিন লস্কর, অধ্যাপক শাহজাহান লস্কর, প্রাক্তন রেফারি ইকবাল বাহার লস্কর, সুনীল কামার, রাখা মজুমদার, আয়োজক সংস্থার সাহানুর আলম লস্কর (হীরা), এসএম দিলওয়ার জাহান লস্কর (সাহারুল), বক্তার হোসেন বড়লস্কর, শামসুল আলম লস্কর (খুকন), মনোজ কুমার দাস, আজমল হোসেন লস্কর , নাজির আহমেদ বড়লস্কর,বদর উদ্দিন মজুমদার প্রমুখ। শেষে উভয় দলের হাতে মেডেল ও ট্রফি সমেত নগদ অর্থ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

ইনজামুলের ব্যাটিং জাদুতে সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দৃষ্টি

চ্যাম্পিয়ন দৃষ্টি দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন কমরুল ইসলাম মজুমদার, নবেন্দু বিকাশ দাস সহ অন্যান্য অতিথিরা। রানার্স দল এফআর হিরোজ দলের হাতে আব্দুল খালিক বড়ভূইয়া স্মৃতি ট্রফি ও নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন আপনারুল আলম বড়ভূইয়া ও মনজুরুল ইসলাম চৌধুরী  সহ অন্যান অতিথিরা। টুর্নামেন্টের সেরা শৃঙ্খলাপরায়ণ দলের পুরস্কার লাভ করে আরএফ এডুকেশন ফাউন্ডেশন দল, ফেয়ার প্লে পুরস্কার লাভ করে ইলেভেন ফাইটার বারিক নগর।

এদিন ফাইনালের সেরা খেলোয়াড় ও ম্যাচের সর্বোচ্চ ছক্কার  পুরস্কার ছিনিয়ে নেন দৃষ্টির ইনজামুল মজুমদার, প্রতিয়োগিতার সেরা খেলোয়াড় পুরস্কার জিতেন এফআর হিরোজের রাহুল লস্কর, বেস্ট ক্যাচের পুরস্কার লাভ করেন দৃষ্টির মুমিনুল হক লস্কর, সেরা বোলার পুরস্কার জিতেন দৃষ্টির শাহজাহান হোসেন লস্কর। এদিনের ম্যাচ পরিচালনা করেন ছিলেন মনোজ কুমার দাস,ও আজাদ হোসেন লস্কর। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়াতে টুর্নামেন্ট স্পনসরার সহ বিভিন্নভাবে সহযোগিতাকারী সবার প্রতি সাধুবাদ জানান আয়োজক সভাপতি জেএম কবীর (সাহার) লস্কর। গোটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বদর উদ্দিন মজুমদার ও তাহের আহমেদ মজুমদার।

Spread the News
error: Content is protected !!