কনকপুরে এক এক করে তিনজনকে ধাক্কা ইন্ট্রার, গুরুতর আহত

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : এক এক করে তিনজনকে ধাক্কা মেরে ট্রান্সফরমারের খুঁটিতে গিয়ে আটকা পড়ল ইন্ট্রা গাড়ি। এ দুর্ঘটনায় একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ কনকপুর রোডে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা যায়, কনকপুর ঈদগাহের সামনে দ্রুতগতির একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনজনকে ধাক্কা মারে। এরপর বিদ্যুতের ট্রান্সফরমার থাকা খুঁটিতে গিয়ে আটকে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঁশ ব্যবসায়ী মিন্টু বড়লস্কর। এ ছাড়াও আহত হন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী (খালেদ) ও ঠেলা চালক সুরজ।

দুর্ঘটনার স্থানীয়রা তড়িঘড়ি আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ দিকে, স্থানীয়রা চালককে আটক করেন।

Spread the News
error: Content is protected !!