আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধা ও উদ্দীপনার সঙ্গে পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে সদস্যরা শিলচর রেলস্টেশনে সমবেত হয়ে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এরপর সহ-সভাপতি অশোককুমার বৈদ্য ও গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত জনসমাবেশকে, বিশেষত ছাত্রদের ভাষা আন্দোলনের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

তাঁরা সবাইকে জানান নিজের মাতৃভাষার মতোই সমস্ত মাতৃভাষাকে সমানভাবে সম্মান জানানো উচিত। এই উদযাপনের মাধ্যমে, লায়ন্স ভ্যালি ভিউ সমস্ত লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সমগ্র বিশ্বের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। শেষে, সহ-সচিব মৃণ্ময় রায় ধন্যবাদ জ্ঞাপন করেন ও আয়োজনের সমাপ্ত ঘোষণা করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর

Author

Spread the News