২৪ জানুয়ারি থেকে বরাকে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : প্রয়াত দিলু ধর মেমোরিয়াল মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। প্রতিযোগিতায় গোটা দেশ সহ উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা জানান, বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো ৭’৫০লক্ষ টাকা ব্যয়ে বিশাল পরিসরের গোটা দাবা প্রতিযোগিতা আগামী ২৪ জানুয়ারি সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দাবাকে এই অঞ্চলে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই বিশাল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে ১৫০জন খেলোয়াড় তাঁদের নাম নথিভুক্ত করেছেন। প্রতিবেশী রাজ্য মণিপুর, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ থেকেও বিশাল সাড়া পেয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় ৩০০ খেলোয়াড়দের নিয়ে আসর অনুষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ লক্ষ ১১ হাজার টাকা রাখা হয়েছে। দ্বিতীয় পুরস্কার ৭১ হাজার ও তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ধার্য করেছেন তাঁরা। এছাড়াও গোটা প্রতিযোগিতায় ৮৬ জনকে নগদ অর্থ সহ ৭১ জন খেলোয়াড়কে ট্রফি প্রদান করার কথা জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তারা। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ্য, ডঃ বিভাস দেব, বিবেন্দু দাস, সাধারণ সম্পাদক অর্ঘদীপ দাস, কার্যকরী সদস্য সুমিতা ঘোষ, স্বর্ণালী চৌধুরী, রূপক পাল, পীযূষ দত্ত ও সম্পাদিকা পাপিয়া ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।