আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের

১৬ অক্টোবর : ৭ মার্চ ও ১৫ আগস্টের শোক দিবসসহ জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের

বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে। ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।

এর মধ্যে রয়েছে- ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস। বাতিলের তালিকায় ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবসও রয়েছে।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।

Author

Spread the News