রাষ্ট্রীয় পোষণ মাষ উপলক্ষে সুপুষ্টি মাস পালনের উদ্যোগ

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : বৃহস্পতিবার সোনাই আইসিডিএস অফিস প্রাঙ্গনে সচেতনতামূলক এক কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের আয়োজিত অনুষ্ঠানে শিশুদের সার্বিক বিকাশ ও পুষ্টির জন্য কি কি খাদ্যের প্রয়োজন তুলে ধরেন সোনাই আইসিডিএস এর কর্মীরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ADC ফিলিস VLH রাংচাল। নুরুল হাসান চৌধুরী, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর, পোষণ অভিযান এনড্রিউ রাজা মারাক, সুপারভাইজার, নাজীয়া মজুমদার, রেহেনা পারভিন লস্কর, সরোজিনী হিংসা, সাবানা বেগম, সুপর্ণা পাল, চন্দ্রমোহন সিংহ , শিবানী দেব। পিআরআই মেম্বার সুফিয়ান লস্কর , মাসুম বড়ভূইয়া ও শাহিন লস্কর। এদিনের অনুষ্ঠানের শেষে সোনাই সমাজ কল্যাণ বিভাগের প্রত্যেকটি ক্ষেত্রের কর্মীদের হাতে একটি শংসাপত্র সহ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ বিভাগীয় কর্মকর্তারা।

Spread the News
error: Content is protected !!