সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে শিলচরের ক্লাবরোডের এক হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি এবং সন্ন্যাসী চিন্ময় ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-সাহিত্যিক অতীন দাস, চিকিৎসক সম্ভুদ্ধ ধর, সমাজসেবী রুদ্র নারায়ণ গুপ্ত, মানস ভট্টাচার্য, মধুমিতা নাগ, অভ্রজিৎ চক্রবর্তী, আইনজীবী তুহিনা শর্মা, সৌমেন চৌধুরী  চিকিৎসক রঞ্জনা ধর ও দিলীপকুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, আইনজীবী শান্তনু নায়েক, বৈশালি ভাওয়েল, অধ্যাপক অভিজিৎ নাথ, অজয় পাল, শিক্ষক তমাল চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশোক দেবাচার্য মহারাজজি, যিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন পূর্বোত্তর প্রদেশ ধর্ম জাগরণ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মথুরা, উত্তর প্রদেশে কর্মরত।

সভা শেষে, একটি স্মারকপত্র জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে তুলে দেওয়া হয়, যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্দেশে প্রদান দেওয়া হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুব্রত নন্দী, বিধুভূষণ দে, আইনজীবী মৃগাঙ্ক ভট্টাচার্য, আইনজীবী ধর্মানন্দ দেব, আইনজীবী রাজীবকুমার নাথ, সৌমিত্র দত্তরায়, পল্লবিতা শর্মা প্রমুখ।

সভাটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত শিলচরে
Spread the News
error: Content is protected !!