আরকাটিপুরে ইনার হুইলের প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : ইনার হুইল ক্লাব অব শিলচর সেহেলি ও আরকটিপুর চা-বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মহিলাদের একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে আরকাটিপুর চা-বাগানের মাঠে আরকাটিপুর চা-বাগান ও কুম্ভা চা-বাগান দলের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়ী হয় আরকাটিপুর চা-বাগান।

আরকাটিপুরে ইনার হুইলের প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ

বিজয়ী আরকাটিপুর চা-বাগান দলের হাতে ট্রফি তুলে দেন রোটারি ইনার হুইল ক্লাব অব শিলচর সেহেলির সভাপতি   তানিয়া গোস্বামী, সম্পাদক আদিতি ও সিনহাডিস্ট্রিক্ট চেয়ারম্যান পিঙ্কি আগারওয়াল। রানার্স দল দলের হাতে ট্রফি তুলে দেন আরকাটিপুর চা-বাগানের ম্যানেজার মাধবেন্দু গোস্বামী। ম্যাচ অব দ্যা প্লেয়ার ট্রফি তুলে দেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য।

আরকাটিপুরে ইনার হুইলের প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ

অনুষ্ঠানে আরকাটিপুর চা-বাগানের শ্রমিক পরিবারের দুইজন মেধাবী ছাত্রীদের হাতে নগদ পাঁচ হাজার টাকা হাতে তুলে দেন ম্যানেজার মাধবেন্দু গোস্বামী ও শিলচর সেহেলির সভাপতি তানিয়া গোস্বামী।

Spread the News
error: Content is protected !!