ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েত সভাপতি বীরেশচন্দ্র, সহ-সভাপতি সঞ্জু
বরাক তরঙ্গ, ৬ জুলাই : সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েত নির্বাচিত বডি। সভাপতি হিসাবে শপথ নিলেন বীরেশচন্দ্র দাস এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হলেন সঞ্জু চক্রবর্তী। গত ১ জুলাই এই পঞ্চায়েত বডি গঠনের জন্য নির্বাচিত সদস্যদের ভোটাভুটি হয় তাপাং ব্লক কার্যালয়ে। এতে ৪ নম্বর গ্রুপ সদস্য প্রবাসিনী দাস এবং বীরেশচন্দ্র দাস সমান সমান ভোট পান। পরবর্তীতে টসও হয়। টসে প্রবাসিনী দাস জয়লাভ করেন।
প্রবাসিনী দাসের বক্তব্য অনুযায়ী সভাপতি হিসেবে ইন্দ্রগর জিপিতে তার নাম ঘোষণা হয়। কিন্তু টস নিয়ে এক সময় বিতর্ক দেখা দেয়। কিন্তু দলের স্বার্থে বিতর্কে না গিয়ে পুনরায় সরকারি সিদ্ধান্তে রাজি হন। এবং শনিবার পুনরায় এই গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। শেষে প্রায় সকলে এই গ্রাম পঞ্চায়েতে এক হয়ে উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করেন।