ইজরাইলের পণ্য বয়কট করল ইন্দোনেশিয়া
১১ নভেম্বর : তুর্কি, মালয়েশিয়ার পর এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য ইজরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বয়কট বা বর্জনের ডাক দিয়েছে ইন্দোনেশিয়া। শুক্রবার এক ডিক্রি বা ফতোয়ায় এ বিষয়ক জরুরি নির্দেশনা দিয়েছে দেশটির শীর্ষ ও প্রভাবশালী ধর্মীয় সংগঠন ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিল (এমইউআই)।
টিআরটি ওয়ার্ল্ড সংবাদ সূত্রে জানা যায়, নির্দেশনায় বলা হয়েছে, “দেশের (ইন্দোনেশিয়ার) মুসলিমদের অবশ্যই ইজরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন করতে হবে। ইজরাইল বা তার সমর্থক বা মিত্র দেশগুলোকে সমর্থন হারাম বা ইসলামি আইনবিরোধী”। উলেমা কাউন্সিলের অন্যতম নির্বাহী আসরোরুন নিয়াম শোলেহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এমইউআই’র আহ্বান হলো প্রত্যেক মুসলমানকে যতটা সম্ভব ইজরায়েলি পণ্য বা ইজরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এমন কোম্পানির পণ্য ব্যবহার এবং ঔপনিবেশিকতা ও জায়নবাদকে সমর্থন করে এমন দেশ বা ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে।’ এই ধর্মীয় নেতা আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধরত পক্ষকে সমর্থন করতে পারি না। এর মধ্যে রয়েছে এমন পণ্য ব্যবহার করা যার অর্থ আসলে ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডে ব্যবহার হচ্ছে।’ খবর : রিডমিক নিউজ।