ট্রাম্পের শপথে ভারতীয় ঢোল!
২০ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ থাকছে ভারতীয় ছোঁয়া। ট্রাম্প যখন শপথ গ্রহণের জন্য আসবেন, তখন ঢোল বাদ্যিতে মুখরিত হবে ক্যাপিটল রোটান্ডা। আমন্ত্রণ পেয়েছে শিবম ঢোল তাসা গ্রুপ। ৩০ জন যুবক-যুবতীর এই গ্রুপই প্রথম ভারতীয় গ্রুপ আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে পারফর্ম করবে। সাদা কুর্তা, হলুদ নেহরু জ্যাকেট ও পাগড়ি পরে এই গ্রুপ পারফর্ম করবে।